আতাউর রহমান : কলারোয়া উপজেলার কাদপুরগ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন এক শিশু। আহত শিশু রাফিস (৫)সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হলেন- উপজেলার কাদপুর গ্রামের আব্দুল মাজেদের ছেলে আবু বক্কর ছিদ্দিক(৩৫) । কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। কলারোয়া থানার এসআই আব্দুল হামিদ স্থানীয়দের বরাত দিয়ে জানান,সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে কলারোয়া উপজেলার কাদপুর গ্রামের আব্দুল মাজেদের ছেলে আবু বক্কর ও তার ছোট শিশু বাচ্চা রাফিস কে নিয়ে প্রার্শবর্তী চান্দুড়িয়া বাজারে থেকে বাড়ীতে ফেরার পথে পিছন দিক থেকে আসা ট্রাক নং যশোর ট ১১-২১৪৪ ধাক্কা দিলে ঘটনাস্হলে আবু বক্কর মারা যায় ও তার সাথে থাকা শিশু মারাত্মক ভাবে আহত হয়। তার স্ত্রী রুমানা জানান, তার স্বামী শাররীক অসুস্থ্য ছিলেন দীর্ঘদিন। খুব ভালো ভাবে হাটা চলা করতে পারতো না। তার এই অকাল মৃত্যুতে পরিবার সহ শোকাভিভূত হলেন এলাকাবাসী।

