সমাজের আলো : কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে গত বৃহস্পতিবারের হামলার ঘটনার বিবরণ দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। মার্কিন কর্মকর্তাদের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে, আবে গেট দিয়ে ঢোকার সময় হামলাকারী তল্লাশি করার আগ পর্যন্ত অপেক্ষা করছিলেন। এসময় তার পোশাকের নিচে ছিল ২৫ পাউন্ড বা প্রায় সাড়ে ১১ কেজি ওজনের বিস্ফোরক।মার্কিন কর্মকর্তারা জানান, তল্লাশি শুরুর ঠিক আগমুহূর্তে বোমাটির বিস্ফোরণ ঘটান ওই হামলাকারী। আত্মঘাতী হামলায় সাধারণত যে ধরনের বোমা ব্যবহৃত হয়, এটি ছিল তার চেয়ে অনেক বড়। বিস্ফোরণ ঘটানোর সঙ্গে সঙ্গেই হামলাকারী মারা যান। ওই বিস্ফোরণে এ পর্যন্ত ১৭০ জন মারা গেছেন। হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনাও রয়েছেন।

