সমাজের আলো : কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোছা. শামসুন্নাহার ও জেলা সহকারী শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে। ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার বেলা ১০টায় কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসে উপস্থিত থেকে তদন্ত করেন। জানা গেছে, উপজেলার ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ আব্দুর রহিম গত ২৮-০৪-২০২১ ও ০৩-০৫-২০২১ তারিখে তাকে হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন উপজেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার ও জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল। এঘটনার প্রতিকার চেয়ে শেখ আব্দুর রহিম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক বরারর লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতে খুলনা বিভাগীয় উপ-পরিচালক ৩৮.০১.৪০০০.০০০.২৭.০০১৬..১৯-৮৯৪ নং স্মারকে গত ৩ জুন-২০২১ তারিখে ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *