কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
এ সময় আরেকজন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। বিজিবির বিশেষ ক্যাম্পের এসআইপি সদস্য নাহিদ সরদারের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি চৌকস টহল দল গত রবিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় অভিযান চালানো হয় খানজিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সাতবসু নামক স্থানে। জিআর নম্বর ৯৫৬৮৯০, মানচিত্র ৭৯বি/১৪ অনুযায়ী ক্যাম্প থেকে দক্ষিণে
অভিযানে মাদক কারবারি সহ ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, আটককৃত ব্যক্তি হলেন কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামের ছদর আলীর ছেলে আব্দুস সালাম। অপরদিকে পলাতক মাদক কারবারি হলেন আশরাফ হোসেনেরও ছেলে মিয়ারাজ হোসেন।
এ বিষয়ে কালিগঞ্জ বিশেষ ক্যাম্পের বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *