সমাজের আলো : ১০১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, শ্যামনগর উপজেলার ভবানীপুর গ্রামের আশরাফুজ্জামান নান্টু (৩৬) ও মিলন গাজী (২১)।থানার অফিসার ইনচার্জ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে পুলিশ উপজেলা সদরে খান বাহাদুর আহছানউল্লা (র.) সেতুর উপর অভিযান চালায়।এসময় আশরাফুজ্জামানের দেহ তল্লাশী করে ৯৪ পিস ও মিলন গাজীর নিকট থেকে ৭ পিস ইয়াবা পাওয়া গেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

