হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সোমবার (২৬ জানুয়ারি)সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, থানা অফিসার ইনচার্জ জুয়েল হোসেন, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী, উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ ওবায়দুল্লাহ, আনসার ভিডিপি কর্মকর্তা সুশান্ত, হাজী তফিলউদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শেখ শফিউল্লাহসহ ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের টাকা দিয়ে গ্রাম পুলিশ খাদ্য পরিবেশন করবে। কারোর বাড়ি থেকে খাদ্যগ্রহণ ও কেন্দ্রে খাদ্য নিয়ে প্রবেশ করবে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনী পরিবেশ সুন্দর রাখতে প্রতিদিন যৌথ বাহিনী টহল অভ্যত রেখেছে। পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সুদৃষ্টি রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *