হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জে মাদকসেবীকে সাতদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সুত্রে জানাগোছে, মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গত সোমবার দুপুরে উপজেলার আমিয়ান গ্রামের প্রীপা সিন্ধু ঘোষকে (৩৪) গাঁজা সেবনকালে হাতেনাতে আটক করা হয়। সে ভাড়াশিমলা ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামের রামকৃষ্ণ ঘোষের ছেলে। পূর্ব নারায়নপুর থেকে রাত সাড়ে ৯টায় তাকে গাঁজাসহ আটক করে। এসময়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মঈনুল ইসলাম খান তাকে সাতদিনের কারাদন্ড প্রদান করেছেন। মঙ্গলবার দুপুরে কালিগঞ্জ থানা পুলিশ তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

