রবিউল ইসলামঃ মুজিববর্ষ উপলক্ষে কালিগঞ্জের রতনপুর যুব সংঘ আয়োজিত ৪ দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) বিকেলে রতনপুর ফুটবল মাঠে শ্যামনগরের ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রতনপুর ফুটবল একাদশের মধ্যকার খেলা গোলশূন্য ভাবে শেষ হয়। পরবর্তীতে টাইব্রেকারে রতনপুর ফুটবল একাদশ ৪-৩ গোলের ব্যবধানে ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু। রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী, রতনপুর ইউপি সদস্য মাসুম বিল্লাহ সুজন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ ফিরোজ আলম প্রমুখ।
Yeorab Hossain
Yeorab Hossain



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *