সমাজের আলোঃ কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের ৬ বছরের এক শিশু সিয়াম পানিতে ডুবে করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩১ মে রবিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে। বসন্তপুর গ্রামের রবিউল ইসলাম ওস্তাগারের শিশু পুত্র সিয়াম দুপুরের দিকে হঠাৎ হারিয়ে যায়। তার মা ও বাড়ীর লোকজন তাকে ব্যাপক খোজা খুজি করতে থাকে। এক পর্যায়ে দুপুরের সময় বাড়ীর পার্শের্¦ একটি পুকুরে সিয়াম এর লাশ স্থানীয়রা ভাসতে দেখে তার পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন দ্রুত পুকুর থেকে শিশু পুত্রকে তুলে স্থানীয় নাজিমগঞ্জ বাজারে ডাঃ তপন শর্মার কাছে নিয়ে আসলে পরীক্ষা করে মৃত বলে ঘোষনা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাগেছে কালিগঞ্জ বসন্তপুর গ্রামে সফিকুল হাজাম নানার বাড়ীতে সিয়াম ও তার বাবা মা দীর্ঘদিন বসবাস করে আসছে।
