যশোর অফিস : বাস চালক ও হেলপারদের মাঝে জনসচেতনা বৃদ্ধিসহ নানান দিক নির্দেশনামুলক বিষয়ে একদিনের কর্মশালা অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার ঝিনাইদহ জেলার কালিগঞ্জ বাজারস্হ বাসমালিক সমিতির উদ্যোগে একদিনব্যাপি এই কর্মশালায় .প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন হাইওয়ের যশোর সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমী । বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ওসি বারোবাজার হাইওয়ে থানার মেজবাহ রহমান সকাল থেকে দিনব্যাপি এই কর্মশালায় বাস মালিক চালক ও স্হানীয় হেলপাররা উপস্হিত ছিলেন। মহাসড়কে দূর্ঘটনা রোধসহ ওভার টেকিং ওভার লোডিং গাড়িরসাথে কাগজ পত্র রাখাসহ বিভিন্ন উপদেশমুলক আলোচনা করা হয়।

