হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জ উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের খুলনাঞ্চলের উপ পরিচালক এ এস এম আব্দুস সালাম। তিনি বুধবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় কালিগঞ্জ উপজেলার চম্পাফুল আচার্য্য প্রফুল্যচন্দ্র বিদ্যাপীঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার নবাগত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজিত কুমার সরকার, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, চাম্পাফুল আচপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম প্রমুখ। এ সময়ে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, শিক্ষার্থীদের পাঠদান, শিক্ষকবৃন্দের যথাসময়ে উপস্থিতি ও পাঠদানে মনোযোগের বিষয়সহ শিক্ষার মানোন্নয়নে আরও বেশি অবদান রাখার বিষয়ে গুরুত্ব দেন।
