সমাজের আলো : বিষ্ণুপুর ইউনিয়নের চাচাই গ্রামে একরাত্রেই ৩ বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

(২৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটেছে বলে জানা যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আফসার উদ্দিন ও রব্বানী রহমান এবং কালিগঞ্জ থানার উপ পরিদর্শক শ্যামল কুমার ও সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল গুলো পরিদর্শণ করেছেন।

রাতের সমস্ত কাজ শেষে এলাকার মানুষ যখন রাতে ঘুমে আচ্ছন্ন ছিল তখন চোরেরা এসব বাড়ীতে ঢুকে নগদ টাকাসহ স্বর্ণালংকার, স্যামসাং মনিটর, ব্যবহারিত মূল্যবান আসবাবপত্র ও পোশাকসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, চাচাই সবুজ সংঘের সাধারণ সম্পাদক, চাচাই গ্রামের রামপদ চক্রবর্তীর ছেলে সুজিত চক্রবর্তীর ঘরের গ্রীল ও মূল দরজার তালা কেটে নগদ টাকাসহ স্বর্ণালংকার, পিতল কাঁসা ও মূল্যবান আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে। তার ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা।

একই এলাকার চাচাই মাঠপাড়ায় মৃত জয়নাল গাজীর ছেলে জালালউদ্দিন গাজীর ঘরের দরজার তালা কেটে সোনার চেইন, ১ জোড়া দুল, ও নগদ ৭৫ হাজার টাকা চুরি হয়েছে। তার ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা। এদিকে মৃতঃ জয়নাল গাজীর আর একটি ছেলে জলিল উদ্দিন গাজীর, স্যামসাং মনিটর।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *