সমাজের আলো : উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়নের গলঘেসিয়া নদীর স্লুইসগেট সংলগ্ন বেড়িবাঁধের পাশে পাউবোর জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ করছে স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ শেখ।
২৭ অক্টোবর দেখা যায়, কালিকাপুর মৌজার গলঘেসিয়া নদীর স্লুইসগেট সংলগ্ন পাওবোর বেড়িবাঁধের গা ঘেসেই নির্মাণ করা হচ্ছে পাকা বাড়ি। বাড়িটি নির্মাণ করছেন কালিকাপুর গ্রামের সুরত আলী শেখের পুত্র, আব্দুর রশিদ শেখ। পানি উন্নয়ন বোর্ডের জায়গাতে, সে কিভাবে পাকা ঘর নির্মাণ করছে জানতে চাইলে তার কোন সদোত্তর তিনি দিতে পারেননি।
বিষয়টি নিয়ে জয়পত্রকাটি ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: জালাল উদ্দীন আহমেদের সাথে কথা বলে জানা যায়, তিনি অবৈধ দখলের সংবাদ পেয়ে সাথে সাথে অফিসের কর্মচারীর মাধ্যমে নির্মাণ কাজ বন্ধ করেছেন। পরবর্তীতে প্রযোজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
পানি উন্নয়ন বোর্ড কালিগঞ্জ শাখার দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী তন্ময় হালদার বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। শিঘ্রই আইন-আনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

