এম হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুর নৌ বন্দর চালুর বিষয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় বসন্তপুর কাস্টমের রামজননী ভবনের সামনে নৌ- বন্দর অবিলম্বে চালুর দাবীতে দুই বাংলার নেতৃবৃন্দ একমত পোষণ করেন। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক ইজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে ও নৌরুট বাস্তবায়ন কমিটির সদস্য, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় যৌথ মত বিনয়ের সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আ’ লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, ভারতের তৃণমূল ব্লকের সভাপতি শহিদুল ইসলাম গাজী (কেনা গাজী), গ্রাম পঞ্চায়েত সদস্য নুরুল্লা গাজী, জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম প্রমুখ। মতবিনিময়ের সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। বসন্তপুর নৌরুট ১৯৬৫ সালের পর বন্ধ হয়ে যায়। ২০২০ সালে নৌরুটটি পুনঃ চালুর দাবীতে আবেদনের প্রেক্ষিতে বসন্তপুর নৌরুট পুনরায় বাস্তবায়নের জন্য সরকারিভাবে গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এটি যাতে দ্রুত চালু হয় সেজন্য দুই দেশের সাধারণ নাগরিক ব্যবসায়ীরা একমাত্র পোষণ করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *