কালিগঞ্জ প্রতিনিধিঃ অবশেষে কালিগঞ্জের বহু অপকর্মের হোতা লক্ষন কুমার ঘোষের বিরুদ্ধে থানায় চাঁদাবাজীর মামলা দায়ের হয়েছে। সে উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ান গ্রামের কুলাসিন্ধু ঘোষের পুত্র। একই গ্রামের জি এম গোলাম রহমানের পুত্র জিএম রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন ২৫/০১/২২ তারিখে।
এজাহার ও বাদীর বর্ণনায় জানাগেছে, কালিগঞ্জ টু উজিরপুর সড়কের আমিয়ান এলাকায় এসিআই এগ্রোলিঙ্ক কোঃ লিঃ সংলগ্নে মামলার বাদীর সম্পত্তিতে দীর্ঘদিনের দখলীয় দোকানঘর আছে। ধুরন্ধর লক্ষন ঘোষের নজর পড়ে ঐ দোকানঘরে। সে বিভিন্ন ভাবে হয়রানী ও ঐ দোকানঘর জবরদখলের হুমকী দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২২/০১/২২ তারিখ দুপুরে লক্ষন ঘোষ ও তার অন্যান্য সন্ত্রাসীদের নিয়ে দোকানঘরের ভাড়াটিয়া আমজেদ আলীর পুত্র আঃ জব্বারকে দোকানঘর ছেড়ে চলে যেতে বলে এবং দোকান না ছাড়লে ১ লক্ষ টাকা চাঁদাদাবী করে হুমকী ধমকীসহ শাষায়। বিষয়টা নিয়ে উপজেলা সদরে বেশ চাউর হয়ে উঠে। এঘটনায় সাবেক সংসদ সদস্যসহ বহু গন্যমান্য ব্যাক্তিবর্গ থানা পুলিশকে মৌখিক ভাবে জানান। এসংবাদে আরও বেপরোয়া হয়ে লক্ষন তার বাহিনী নিয়ে গত ২৫/০১/২২ তারিখ সন্ধ্যায় আবারও দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে চাঁদার টাকা নইলে দোকানঘর জবরদখল এই শ্লোগানে ঘটনাস্থলে পৌছে নানান আস্ফলন ও খুন যখমের হুমকী দিতে থাকে। অবস্থার বেগতিক দেখে প্রাণের ভয়ে দোকান বন্ধ করে পালায় আঃ জব্বার। ঐ রাতেই এজাহার দায়ের করেন রবিউল ইসলাম। থানা পুলিশ ঘটনার তদন্তনান্তে প্রমানিত হওয়ায় ৩০/০১/২২ তারিখে বহু অপকর্মের নেতৃত্বদানকারী লক্ষনের বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা রুজু করেন থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা। মামলা হওয়ার সংবাদে কালিগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড, তারালী মোড়, আমিয়ান মোড়সহ বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করার ঘটনা ঘটেছে।

