সমাজের আলো: কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান গাইনের বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মথুরেশপুর ইউপি’র চেয়ারম্যান মিজানুর রহমান একজন দূর্নীতিবাজ, প্রকল্পের অর্থ আত্মসাৎকারী। তার বিভিন্ন অপকর্মে বাঁধা প্রদান করায় তিনি ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মনিরুজ্জামানের উপর ক্ষিপ্ত হয়ে ওই ওয়ার্ডে সরকারি বেসরকারি কোন প্রকল্প বা কাজের বরাদ্দ দিচ্ছে না। চেয়ারম্যান মিজানুর ইউপি সদস্য মনিরুজ্জামানের নিকট হতে কাবিখা প্রকল্পের নগত ১৯ হাজার টাকা উৎকোচন গ্রহণ করেন। এছাড়াও ওয়ার্ল্ড ভিশনের ৫ লক্ষ টাকার ড্রেনেজ লাইনের উপরের ঢাকনা তৈরি না করেই প্রকল্পের শেষ চেকের ১ লক্ষ টাকা তুলে আত্মসাত করে। চেয়ারম্যান কর্তৃক চেকের টাকা উত্তোলনের পরও অদ্যাবধি ওই কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। টাকা নিয়ে কাজ না করার বিষয়ে জিজ্ঞাসা করায় চেয়ারম্যানের সাথে ইউপি সদস্যে তর্কবিতর্ক হয়। এর প্রেক্ষিতে ৭ নম্বর ওয়ার্ডে এলএসপি’র কোন কাজ বা প্রকল্পের বরাদ্দ দিচ্ছেন না বলে অভিযোগে উল্লেখ রয়েছে। অভিযোগের ব্যাপারে চেয়ারম্যান মিজানুর রহমানের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে কোন অভিযোগ হয়েছে কী না সেটি আমার জানা নেই। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *