সমাজের আলো : কালের কন্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোশারফ হোসেনের কুরবানির ছাগল চুরি হয়েছে ।শনিবার রাতে কলারোয়া উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামের বাড়ি থেকে ছাগলটি চুরি হয়েছে।সাংবাদিক মোশারফ হোসেন জানান,তিনি ঈদে কুরবানির জন্য একটি খাসি ছাগল কেনেন।বাড়িতে রাখা হতো ।রোববার রাতে তার ছাগলটি চুরি হয়েছে ।

