সমাজের আলো: রাজধানীর কাফরুলে ইমাননগর সমিতি এলাকার একটি ফ্ল্যাট থেকে সীমা বেগম নামের এক নারীর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজের মর্গে তাঁর মৃতদেহ নিয়ে আসে পুলিশ। মিরপুর বিভাগের উপকমিশনার আ স ম মাহতাবউদ্দীন প্রথম আলোকে বলেন, অগ্নিদগ্ধ মৃতদেহটি শাহজাহান শিকদারের দ্বিতীয় স্ত্রী সীমা বেগমের। তাঁকে কখন পুড়িয়ে হত্যা করা হয়েছে, সে সম্পর্কে এখনো তাঁরা নিশ্চিত নন। তবে রোববার দুপুরের পর মৃতদেহটি উদ্ধার হয়েছে। মৃত নারীর সৎছেলে তাঁকে কুপিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করেছে বলে কেউ কেউ বলেছেন। তাঁরা শাহজাহান শিকদারকে জিজ্ঞাসাবাদ করছেন। পুলিশ জানিয়েছে, শাহজাহান শিকদার একটি কার্টন ফ্যাক্টরির কর্ণধার। ইমাননগর সমিতি এলাকায় একটি ১০তলা ভবনের সাততলায় দ্বিতীয় স্ত্রী সীমা বেগমকে (৩৩) নিয়ে থাকতেন শাহজাহান। দুজনের এটি দ্বিতীয় বিয়ে। কয়েক মাস আগে তাঁরা বিয়ে করেন। তাঁদের পাশের ফ্ল্যাটেই শাহজাহান শিকদারের ছেলে থাকেন সস্ত্রীক। স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃত করে পুলিশ জানাচ্ছে, দুই পরিবারের ঝগড়াঝাঁটি হয়েছিল। তাঁদের আশঙ্কা, সে কারণেই সীমাকে খুন করা হয়।

