সমাজের আলো: মাদক ব্যবসা যার নেশা এবং পেশা, নিজেও এলাকায় চিহ্নিত মাদক সেবী। অতিসম্প্রতি গাঁজা সহ র্র্যাবের হাতে আটক হয়েছে। এর কিছুদিন আগে বিজিবি’র চ্যালেঞ্জের মুখে ৫০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার হয়ে শ্রীঘর ঘুরে জামিনে মুক্তি নিয়ে আবারও রমরমা মাদক ব্যবসা শুরু করে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রামের আব্দুল ওহাবের পুত্র ও ভূয়া সাংবাদিক শরিফুল ইসলাম ( ২৮) অনুসন্ধান ও বিজিবি সূত্রে জানা গেছে, গেল বছরের ২২ নভেম্বর সকালে বর্ডার গার্ড বাংলাদেশ’র কাকডাঙ্গা বিওপি ক্যাম্পের সদস্যরা ক্যাম্প সম্মুখে চলন্ত মোটরসাইকেল আরোহী ভূয়া সাংবাদিক শরিফুল ইসলামকে চ্যালেঞ্জ করলে তার সাথে থাকা ৫০ বোতল ফেনসিডিল সহ তাকে গ্রেফতার করা হয় । ঐ সময় নিজের মাদক ব্যবসার কথা অকপটে স্বীকারও করে কথিত ঐ ভূয়া সাংবাদিক শরিফুল ইসলাম । এর কিছুদিন যেতে না যেতেই জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে আবারও শুরু করে রমরমা মাদক ব্যবসা। স্থানীয় কৃষক আব্দুস সালাম জানান, শরিফুল হলো ওহাবের ছেলে। সে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে মাদক ব্যবসার সাথে সরাসরি জড়িত । মাদক দ্রব্য সমূহ- বিশেষ করে, ফেনসিডিল, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট ইত্যাদি পাশ্ববর্তী ভারত থেকে অবৈধ ভাবে পাচার করে এনে সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি, সদর উপজেলা কলারোয়ার প্রত্যন্ত অঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় সাপ্লাই দিয়ে আসছিলো। এর পাশাপাশি স্বর্ণ ও রোপ্য চোরাচালান, সীমান্ত কেন্দ্রীক অবৈধ লোক পারাপার, সীমান্তবর্তী অবৈধ ঘাট থেকে চাঁদা আদায়ের কথা এলাকার সকলেরই জানা। কোনো পেশাবৃত্তি না থাকলেও তার বিলাসী জীবন যাপন, দামী গাড়ি , সহ সুটেড- বুটেড শরিফুলকে দেখে আমরা স্তম্ভিত হয়েছি । আমরা এমন চিহ্নিত মাদক ব্যবসায়ীর স্থায়ী শাস্তির দাবি জানাচ্ছি । এ দিকে ভূয়া সাংবাদিক ও চিহ্নিত মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম ও তার দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।

