সমাজের আলো।। বেয়ারিং লাগানো একটি লোহার গাড়িতে বসে ব্যস্ত বাজারে ঘুরে বেড়ান এক ব্যক্তি। কাঁধে ঝোলানো ব্যাগ, দুই হাতে একজোড়া জুতা। তিনি কারও কাছে সরাসরি ভিক্ষা চান না। বরং এমন ভঙ্গিতে বসে থাকেন, যেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করতে আগ্রহী হয়। এই দৃশ্যটি ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের ব্যস্ত শরাফা বাজারের। খবর এনডিটিভির।News অনুসরণ করুন
ওই ব্যক্তির নাম মঙ্গিলাল। বাইরে থেকে অসহায় ভিক্ষুক মনে হলেও বাস্তবে তিনি একজন কোটিপতি শারীরিক প্রতিবন্ধী। তার রয়েছে তিনটি বাড়ি, যার মধ্যে একটি তিনতলা ভবন। আছে একটি মারুতি সুজুকি গাড়ি ও তিনটি অটোরিকশা।সম্প্রতি ইন্দোরে নারী ও শিশু উন্নয়ন বিভাগের ভিক্ষুকবিরোধী অভিযানে মঙ্গিলালের আসল পরিচয় সামনে আসে। শনিবার গভীর রাতে একজন কুষ্ঠরোগী নিয়মিত ভিক্ষা করছেন—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযানকারী দল শুরুতে বিষয়টিকে সাধারণ অভিযান হিসেবেই দেখেছিল। তবে জিজ্ঞাসাবাদে উঠে আসে চমকপ্রদ সব তথ্য।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *