সমাজের আলো : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর ক্ষমতা গ্রহণের প্রথম ১০০ দিনের মধ্যেই ১০ কোটি ডোজ করোনার টিকাদানের লক্ষ্য নির্ধারণ করেছেন। ক্ষমতা গ্রহণের পর প্রথম মাসে মহামারি বন্ধ করতে না পারলেও এর গতিপথ বদলে দেওয়ার আশা ব্যক্ত করেছেন ডেমোক্রেটিক এ নেতা। জো বাইডেনের পক্ষ থেকে টিকাদান কৌশল সম্পর্কে খুব বেশি বিস্তারিত জানানো হয়নি। তবে ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর তাঁর স্বাস্থ্য টিম কেমন হবে, তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন বাইডেন। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্রের যাঁরা টিকা গ্রহণ করতে ইচ্ছুক, তাঁরা আসছে বসন্তের মধ্যেই তা গ্রহণ করতে পারবেন। এত দ্রুত টিকা বাজারে নিয়ে আসা নিয়ে ট্রাম্প অনেকটাই উৎসবের আবহে বক্তৃতা দিয়েছেন। বসন্তের মধ্যে এমন অবস্থার সৃষ্টি হবে, তা কিছুদিন আগেও বিশ্বাস করার সুযোগ ছিল না বলে ট্রাম্প উল্লেখ করেন। বিজ্ঞাপন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে এ পর্যন্ত ২ লাখ ৮৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। প্রতিদিন আড়াই থেকে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। দেড় কোটি মানুষ এখন করনায় সংক্রমিত। শীতের তীব্রতা বেড়ে যাওয়ার সঙ্গে উৎসবের এ মৌসুমে করনার সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি নাজুক হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি আরও নাজুক হবে। এর মধ্যেই মোট মৃত্যুর সংখ্যা চার লাখের ওপরে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

 
			 By নয়ন মন্ডল, সহ-সম্পাদক
   By নয়ন মন্ডল, সহ-সম্পাদক