সমাজের আলো : সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ চলাকালীন গত ৫ দিনে খাদ্য সহায়তা চেয়ে জাতীয় হেল্পলাইন ৩৩৩-এ কল এসেছে ১ লাখ ৭০ হাজার ৯৮৪টি। এর মধ্য থেকে যাচাই-বাছাই করে ১৩ হাজার ১৫১ জনের নম্বর মাঠ প্রশাসনে পাঠানো হয়েছে। মাঠ প্রশাসন ১৭৩৬টি পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে। এস্পায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। করোনা সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে গত ১লা জুলাই থেকে জনসাধারণের সার্বিক চলাচল ও কার্যাবলীর ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। এর আগে গত ১৪ই এপ্রিল থেকে অফিস, আদালত ও মানুষের চলাচল সীমিত করে বিধিনিষেধ আরোপ করা হয়। ওই সময় থেকে জাতীয় হেল্পলাইন ৩৩৩-এ জরুরি খাদ্য সহায়তা সেবাটি যুক্ত করা হয়। এই নম্বরে কল করে সেবাগ্রহীতারা তাদের তথ্য দেন।
সেই তথ্য যাচাই-বাছাই করে মাঠ প্রশাসনে পাঠানো হয়। পরবর্তীতে মাঠপ্রশাসন স্থানীয়ভাবে পুনরায় যাচাই-বাছাইয়ে নিশ্চিত হয়ে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেয়। একেকটি পরিবারের জন্য চাল, ডাল, তেল, আলুসহ ৫০০ টাকার খাবার

