সমাজের আলো।। উত্তাল ইরান। প্রাথমিক ভাবে দেশের আর্থিক অবস্থার প্রতিবাদে বিক্ষোভ চললেও বর্তমানে তা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের বিরুদ্ধে সর্বাত্মক বিক্ষোভে পরিণত হয়েছে। সরকার উল্টে দেওয়ার ডাক দিচ্ছেন আন্দোলনকারীরা।দেড় সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে ইরানে। আন্দোলনের শুরু গত বছর ২৮ ডিসেম্বর। ইরানি মুদ্রার দাম ব্যাপক ভাবে কমে যাওয়া, মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক বিপর্যয় নিয়ে প্রশ্ন তুলে রাজধানী তেহরানে বিক্ষোভ দেখানো শুরু করেন সাধারণ মানুষ। স্লোগান ওঠে বেকারত্ব ও জিনিসপত্রের মূল্যবৃদ্ধি নিয়ে।
ক্রমে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে সে দেশের অন্যান্য প্রান্তেও। তাতে রাজনীতির রংও লাগে। বিক্ষোভকারীদের দাবি, শাসনক্ষমতায় পরিবর্তন। তাঁদের দাবি, ইসলামিক রিপাবলিক ব্যবস্থার অবসান। অঞ্চল-জাতি-গোষ্ঠী নির্বিশেষে হাজার হাজার মানুষ দেশের অন্তত ১০০ শহরে বিক্ষোভ শুরু করে।
ইরানের সরকারবিরোধী আন্দোলনে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। দিকে দিকে আগুন জ্বলে উঠেছে। ইসফাহান শহরে দেশের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান ‘ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং’ (আইআরআইবি) ভবনে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ বন্দর শহর বান্দার আব্বাসের রাস্তাও আন্দোলনকারীদের ভিড়ে স্তব্ধ।
ইরানের সরকারবিরোধী আন্দোলনের বহু ছবি এবং ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেই সব ছবি, ভিডিয়োয় দেখা গিয়েছে, আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন মহিলারা। একদম সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন।
এর মধ্যে একটি ছবিতে দেখা গিয়েছে, খামেনেইয়ের ছবি পুড়িয়ে সেই আগুন থেকে সিগারেট ধরাচ্ছেন ইরানের তরুণীরা। অন্য একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে চিৎকার করছেন ইরানের এক বৃদ্ধা। চিৎকার করতে করতে তাঁর মুখ দিয়ে রক্ত উঠে এসেছে। তবুও থামছেন না তিনি।

