সমাজের আলো :- সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থে মুক্তি দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (৩ জুলাই ) বিকাল সাড়ে টায় শহরের তালতলা হাই স্কুল মাঠে জেলা বিএনপির আয়োজনে এ সমাবেশ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় বিএনপি’র নির্বাহী কমিটি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সাথে লড়াই করতে করতে বেঁচে আছে। তাকে বিনা দোষে বিনা কারণ আটকে রাখা হয়েছিল। কোন শর্ত ছাড়া অবিলম্বে তাকে নিঃস্বার্থে মুক্তি জোর দাবী জানান।
তিনি এ সময় আগামীতে কেন্দ্রীয় নির্দেশিত বিএনপির সমস্ত প্রোগ্রাম সকলকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহনের আহবান জানান।
সাতক্ষীরা জেলা বিএনপি আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী, সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম সঞ্চালনায় সমাবেশ কর্মসূচিতে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দীন,জাতীয় নির্বাহী কমিটি সদস্য ডাঃ শহিদুল আলম, সাতক্ষীরা জেলা বিএনপি যুগা আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব,
সাতক্ষীরা জেলা বিএনপি যুগা আহ্বায়ক ,
শেখ তারিকুল হাসান,সাতক্ষীরা জেলা বিএনপি যুগা আহ্বায়ক মৃনালকান্তি রায়, প্রমুখ।
