সমাজের আলো : রাজধানীর কদমতলী থানা পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে। লাশটি পড়ে ছিল ইগলু আইসক্রিম ফ্যাক্টরির সামনের টিনের একটি ছাপড়া ঘরে। মুখমন্ডল ছিল থেঁতলানো। চেনার উপায় ছিল না। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। পরিচয় শনাক্তে ডিএনএ প্রোফাইল সংগ্রহ করে রাখা হয়। শনাক্ত না হওয়ায় আঞ্জুমানে মুফিদুল ইসলাম লাশ দাফন করে। এর পরই এ খুনে জড়িত সন্দেহে পুলিশ একে একে গ্রেফতার করে পাঁচজনকে। এর মধ্যে তিনজন স্বীকার করে বলেছেন, অজ্ঞাত ওই ব্যক্তির নাম আজমল হোসেন। তারাই আজমলকে খুন করেছেন। কিন্তু আজমল খুনের আসল সত্য বেরিয়ে আসে ঘটনার প্রায় তিন বছর পর। আজমলের লাশের ডিএনএ প্রোফাইল তার বাবার প্রোফাইলের সঙ্গে মেলেনি। তদন্তে নাটকীয় মোড় নেয়। পুলিশ নিশ্চিত আজমল খুন হননি। জীবিত আজমলের সন্ধান করতে গিয়ে পুলিশ জানতে পারে আজমল আছেন কারাগারে। এক তদন্ত করতে গিয়ে পুুলিশের কাছে এখন আরেক নতুন প্রশ্ন, তাহলে কদমতলীর সেই অজ্ঞাত লাশটি কার? এ বিষয়ে তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো জানান, খুনের শিকার অজ্ঞাত ওই ব্যক্তির নাম মজিবর। সে সময় কদমতলী থানায় করা এজাহারে ১১ জনের নাম বিভিন্নভাবে উল্লেখ করেছেন বাদী এসআই লিটন মিয়া। সেখানে ৫ নম্বরে রয়েছে খুন হওয়া মজিবরের নাম। তিন বছর ধরে মজিবর গুম রয়েছেন বলে কদমতলী এলাকায় চাউর আছে। পুলিশ, কারাগার ও স্থানীয় সূত্রগুলো থেকে এসব তথ্য পাওয়া গেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *