সমাজের আলো: চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ঢুকে তাণ্ডবের অভিযোগে এক কথিত যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (০৮ ফেব্রুয়ারি) রাতে নগরীর আগ্রাবাদ থেকে ডবলমুরিং থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। কথিত যুবলীগ নেতা এস এম পারভেজ (৩২) নগরীর আগ্রাবাদ সিজিএস কলোনির আবুল কাশেমের ছেলে। পারভেজ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চুর অনুসারী হিসেবে নিজেকে পরিচয় দেন। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, ‘আগ্রাবাদে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ঢুকে ঠিকাদারকে মারধর ও একজন প্রকৌশলীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার ঘটনায় এস এম পারভেজ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরও ৭-৮ জন জড়িত ছিল বলে অভিযোগ পেয়েছি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে’। ওসি জানিয়েছেন, এস এম পারভেজ ডবলমুরিং থানার ৭ নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে আরও ৬টি মামলা আছে। পুলিশ ও গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, রোববার দুপুরে নগরীর আগ্রাবাদে গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান ইবনে কামালের সভাপতিত্বে ‘প্রতিটি জেলা-উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের সমন্বয় সভা হয়। এতে ওই সার্কেলের আওতায় নির্মাণাধীন ৪টি মসজিদের বহি:বৈদ্যুতিক কাজের জন্য নিয়োজিত ঠিকাদাররাও ছিলেন। ঠিকাদারদের একজন ঢাকার মেসার্স আনাস ট্রেডিং ইন্টারন্যাশনালের মালিক সৈয়দ খলিলুর রহমানও সভায় ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *