ফজলুল হক সুন্দরবন অঞ্চল প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ১০নং গ্রাম টু পাশ্বে‌মারী রাস্তার দীর্ঘদিন কালভার্টের উপরের অংশ ভেঙ্গে আছে অভিযোগ উঠছে।কাঠ ও খেজুর গাছের গুড়ির উপর দিয়ে ঝুঁকিনিয়ে চলছে যানবাহন।যে কোন সময় একটি দুর্ঘটনার আশংকা রয়েছে। চরম ভোগান্তির শিকার হচ্ছেন গাড়িচালক সহ জনসাধারণ। সরেজমিনে গিয়ে দেখা যায়, চাঁদনীমুখা গ্রামের মধ্যপাড়া নামক স্থানে কালবাট ভেঙ্গে আছে।কালবাটটি ভেঙ্গে যাওয়া অংশের পাশেই একটি কালবাট ভেঙ্গে যাচ্ছে সেটাও কোন ব্যবস্তা না থাকায় অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসী। ব্যস্তময় এখন ঝুঁকি নিয়ে ২টি খেজুর গাছের গুড়ি ও কিছু কাঠের তক্তার উপরে দিয়ে চলছে যানবাহন।গাবুরা পাশ্বেমারী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটির মধ্যে কালবাট ভেঙ্গে যাওয়ার চরম ভোগান্তির শিকার হচ্ছেন গাড়ীচালক ও জনসাধারণ। কর্তৃপক্ষের কাছে যানবাহনের চালক সহ জনসাধারণ কালবাটটি অতি দ্রুত মেরামত করে যানচলাচল উপযোগী করার জোর দাবী জানান। স্থানীয় তহিদুল জানান, চাঁদনীমুখা সুইচ গেট দিয়ে হাজার হাজার বিঘা ঘেরের পানি ওঠানামা করেন। তার মধ্যে দিয়ে একটা কালবাট দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। কালবাট দিয়ে অনেক ঘের মালিক পানি ওঠানামা করান।ঘের মালিকদের মধ্যে অনেকে আছে তারা ব্যক্তিগতভাবে কালবাটটি পুনরায় নির্মাণ করতে পারেন।সোহরাব গাজীর ছেলে জহিরুল ইসলাম (হেনা), রাজ্জাক গাজীর ছেলে আনিসুর রহমান, দাউদ গাজীর ছেলে দিদারুল, ওয়াজেদ সরদারের ছেলে আলম,নুরালী খানের ছেলে আবুল হোসেন, আরো অনেকে। মোটরসাইকেল চালক আব্দুল সাত্তার (রনি) জানান, এই রাস্তাদিয়ে আমরা হরিশখালি থেকে পাশ্বেমারী যাত্রী নিয়ে চলাচল করি। যখন এই কাঠের উপরদিয়ে চলাচলে দুর্ঘটনার আশংকা থাকায় নিরুপায় হয়ে ধুরু ধুরু বুকে আমার একমাত্র আয়ের উৎস এই গাড়িটি নিয়ে পারাপার হতে হয়েছে। এ ব্যাপারে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি,এম মাসুদুল আলম জানান, প্রথমিক পর্যায়ে খেজুর গাছের কাঠ ও তক্তা দিয়ে চলাচলের ব্যবস্থা করেছে স্থানীয়রা। অতি দ্রুত ভাঙ্গা অংশটি মেরামতের সুব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
Yeorab Hossain
Yeorab Hossain

Yeorab Hossain
Yeorab Hossain



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *