ফজলুল হক উপকূলীয় প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে বাংলাদের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষতা শক্তিশালী (পরিবেশ) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে।
১৪ এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় গবেষণা প্রতিষ্টান বারসিকের আয়োজনে নেটজ বাংলাদেশের সহযোগিতায় গাবুরা ইউনিয়ন পরিষদের সভা কক্ষে সভাটি অনুষ্টিত হয়।
বারসিক পরিবেশ প্রকল্পের শ্যামনগর উপজেলার এ্যাডভোকেসী এসিসটেন্ট ফজলুল হকের সঞ্চালনায় সভাটির সভাপতিত্ব করে গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জনাব জি এম মাসুদুল আলম।
উক্ত অবহিতকরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন বারসিকের লিয়াজোঁ অফিসার গাজী আল ইমরান এবং সমগ্র প্রকল্প সম্পর্কে আলোচনা করেন বারসিক পরিবেশ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মননজয় কুমার মণ্ডল।
সভায় আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য মনজুরুল ইসলাম, নজরুল ইসলাম এবং মহিলা ইউপি সদস্য ফরিদা খাতুন।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক খায়রুল ইসলাম মিলন,ইউনিয়ন উদ্যোক্তা কবিরুল ইসলাম,বারসিক পরিবেশ প্রকল্পের মাঠ সহকারী আদনান জেব সহ যুব প্রতিনিধি,সাংবাদিক, সমাজসেবক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান জি এম মাসুদুল আলম বলেন,বারসিক দীর্ঘ দিন ধরে এই উপকূলের মানুষের জন্য কাজ করছে। সব সময় বারসিকের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা লক্ষ্য করা যায়। বারসিকের পরিবেশ প্রকল্পের আওতায় ৪ টি ইউনিয়নের মধ্যে যে গাবুরা আছে সে জন্য ধন্যবাদ জানাই।
উল্লেখ্য বারসিক পরিবেশ প্রকল্পটি ১ সেপ্টেম্বর ২০২১ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত চলমান থাকবে

