সমাজের আলো : শ্যামনগর উপজেলা গাবুরা ইউনিয়নে উপকূল রক্ষা বাঁধ কাটার কাজে বাধা দেয়ায় পানি উন্নয়ন বোর্ড ১ এর উপ- সহকারী প্রকৌশলী সাজ্জাদুল হক কে পিটিয়ে এলাকা ছাড়া করার হুমকি দিয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ।
গত ইং ২ আগষ্ট মঙ্গলবার সকালে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরার গাগড়ামারী এলাকায় এ ঘটনা ঘটে।
মোস্তাক আহমেদ গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের শহর আলী গাজীর ছেলে।

এ ঘটনায় ঐ পাউবো ১ এর উপ – প্রকৌশলী (শাখা কর্মকর্তা) সাজ্জাদুল হক বাদী হয়ে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করার পাশাপাশি অবৈধভাবে বাঁধ কাটার ঘটনায় মোস্তাক আহমেদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, সোমবার সকাল থেকে স্থানীয় ১০-১২ জন শ্রমিক গাবুরাকে ঘিরে থাকা গাগড়ামারী অংশের উপকূল রক্ষা বাঁধ কাটতে থাকেন। খবর পেয়ে মঙ্গলবার সকালে পানি উন্নয়ন বোর্ডের শাখ কর্মকর্তা (এস ও) সাজ্জাদুল হক ঘটনাস্থলে গেলে শ্রমিকরা পালিয়ে যায়। এসময় গাবুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ সেখানে উপস্থিত হয়ে পানিশূন্য হয়ে পড়ায় তার চিংড়ি ঘেরে পানির ব্যবস্থা করতে তিনি শ্রমিক দিয়ে বাঁধ কেটে পাইপ বসানোর কথা জানান।
এসময় বাঁধ কাটতে নিষেধ করে পরবর্তীতে একই কাজ না করার জন্য অনুরোধ করেন এবং পরবর্তীতে এটি পুনরায় করা হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পাউবো’র ঐ শাখা কর্মকর্তা।
এই কথাগুলো বলার পরে এক পর্যায়ে যুবলীগ সভাপতি মোস্তাক উত্তেজিত হয়ে পাউবো কর্মকর্তাকে ‘পিটিয়ে এলাকা ছাড়া’ করার হুমকি দিয়ে পরবর্তীতে আর গাবুরায় পা রাখতে নিষেধ করেন।
এসময় উত্তেজিত যুবলীগ নেতা তার উপর চড়াও হওয়ার চেষ্টা করলে স্থানীয়দের হস্তক্ষেপে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনার শিকার পাউবো’র উপ- সহকারী প্রকৌশলী( শাখা কর্মকর্তা ) সাজ্জাদুল হক জানান, উপকূল রক্ষা বাঁধ কাটার বিষয়ে উচ্চ আদালত সহ মাননীয় প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞা রয়েছে। এসব জানা সত্ত্বেও বাঁধ কেটে পাইপ বসানোর কাজে আমি সরজমিন গিয়ে বাঁধা দেয়ায় মোস্তাক আহমেদ আমাকে মারধর সহ বিভিন্ন প্রকার হুমকি দেয়া সহ এলাকায় আমাকে যেতে নিষেধ করেছেন। এজন্য ঘটনার পরপরই তিনি শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরিসহ বাঁধ কাটার ঘটনায় একটি লিখিত অভিযোগ করেছেন বলেও জানান পাউবো’র এ কর্মকর্তা।
এবিষয়ে মোস্তাক আহমেদ জানান, চিংড়ি ঘেরে পানি ওঠানামার কাজে ব্যবহারের জন্য বাঁধের নিচ দিয়ে কয়েক বছর আগে থেকে একটি পাইপ ছিল। সম্প্রতি বাঁধের কাজ করার সময় ঐ পাইপ মাটির নিচে ডেবে যাওয়ায় চিংড়ি ঘেরের পানি তোলার জন্য নুতন একটি পাইপ বসানোর জন্য সামান্য বাঁধ কাটায় উক্ত পাউবো’র কর্মকর্তার সাথে কথা কাটাকাটি হয়েছে। এসময় উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে পাউবো কর্মকর্তা সাজ্জাদুল হক কে খারাপ ভাল কিছু কথা বলে থাকতে পারে বলেও তিনি দাবি করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, উক্ত ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছেন পাউবোর এক কর্মকর্তা।
লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, অভিযোগের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *