সমাজের আলো : হবিগঞ্জের মাধবপুরে গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ড বক্সে লাইন দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রা’ণ হারালেন সজল মিয়া নামের এক যুবক।
এদিন তারই বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছিল। বৃহস্পতিবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজে’লার মনতলা বাজারে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতেই মাধবপুর থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) আব্দুর রাজ্জাক দুর্ঘ’টনার সত্যতা নিশ্চিত করেন। নি’হত সজল মিয়া মনতলা রেলওয়ে স্টেশন খোলাবাজারের ব্যবসায়ী। তিনি বোরহানপুর গ্রামের কুদ্দুস ভাণ্ডারির ছে’লে।বহরা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুন্দাদিল গ্রামের আছদ আলীর মে’য়ের সঙ্গে সজলের শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল। বিয়ের সব প্রস্ততি শেষ। বৃহস্পতিবার গায়েহলুদের দিনে বাড়িতে আনন্দ-ফুর্তি চলছিল। বিয়ের গান উচ্চস্বরে বাজানোর জন্য আনা হয় সাউন্ড বক্স।বর নিজেই এতে বৈদ্যুতিক লাইন দিতে যান। এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আ’হত হন তিনি। স্বজনরা তাকে মাধবপুর হাসপাতা’লে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন। বিয়ের আগের দিন সন্তানের এমন মৃ’ত্যুতে সজলের মা-বাবা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তারা কেঁদে কেঁদে বার বার মুর্ছা যাচ্ছিলেন।

