সমাজের আলো : বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের মধ্যে অন্যতম গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় গৃহনির্মাণ করে দেওয়া। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কাবিটা (গ্রামীণ অবকাঠামো সংস্কার) ও টিআর (গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ) কর্মসূচির বিশেষ খাতের অর্থ দিয়ে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় গত ও চলতি অর্থ বছরে ১২৪ ঘর নির্মাণ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয় ২ লাখ ৫৮ হাজার থেকে ২ লাখ ৯৯ হাজার টাকা। এসব ঘরের তালিকা তৈরি ও গৃহনির্মাণ করে দেন রাজীবপুরের সদ্য বদলি হয়ে যাওয়া ইউএনও মেহেদী হাসান। মেম্বার চেয়ারম্যানদের না জানিয়ে তাদের নামে গৃহনির্মাণ প্রকল্প দেখিয়ে বরাদ্দকৃত সবগুলো গৃহনির্মাণ বাস্তবায়ন দেখিয়ে প্রায় কোটি টাকার বাণিজ্য করেছেন ইউএনও। গৃহনির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ওই বাণিজ্য করেন বলে অভিযোগ করেছেন ইউনিয়ন পরিষদের মেম্বাররা।শুক্রবার উপজেলার তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বাররা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বদলি হওয়া ইউএনও গৃহহীনের টাকা দিয়ে ঠাকুরগাঁয়ে মেইন রাস্তার সঙ্গে বাড়ি করার জন্য কোটি টাকা খরচ করে জমি কিনেছেন। রাজীবপুরের ইউএনও হিসেবে দায়িত্ব পালন করে গৃহহীনদের ঠকিয়ে অবৈধভাবে আয় করা ওই টাকা তিনি কামাই করে নিয়ে গেছেন। গত ১৭ মে তাকে রাজীবপুর থেকে অবমুক্ত করা হলেও তিনি এখানে থেকে ব্যাক ডেটে (পূর্বের তারিখে) অনেক ফাইলে স্বাক্ষর করে টাকা তুলে আজ শুক্রবার কাউকে না জানিয়ে জুম্মা নামাজের আগে বৃষ্টির মধ্যে রাজীবপুর ত্যাগ করেন বলে জানান সদর ইউপি চেয়ারম্যান কামরুল আলম বাদল।

