সমাজের আলো : নিত্যপণ্যের বাজারে কৃত্রিম সঙ্কট রোধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। যে কোন মূল্যে বাজার দর নিয়ন্ত্রণে রাখতে সর্বাত্মক পদক্ষেপ নেয়া হয়েছে। বিশেষ করে কৃত্রিম সঙ্কট দেখিয়ে দ্রব্যমূল্য বাড়ানো ও অবৈধভাবে মজুদ করার বিরুদ্ধে মাঠে নেমেছে একাধিক গোয়েন্দা সংস্থা। ১৩৫ জনের একটি তালিকা হাতে নিয়ে নজরদারি শুরু করেছে র‌্যাব, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশসহ আরও দুই গোয়েন্দা সংস্থা। এদের সার্বক্ষণিক গতিবিধির ওপর চলছে নজরদারি। এজন্য সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় পুলিশের উর্ধতন কর্মকর্তারাও বিষয়টি নিয়ে ইতোমধ্যে একাধিকবার বৈঠকও করেছেন। এদিকে গোয়েন্দা নজরদারিতে ক’জনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। কঠোর গোয়েন্দা নজরদারির কারণে ইতোমধ্যে বাজারে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

ঢাকা ও চট্টগ্রামের কয়েকটি আড়তে অভিযান চালিয়ে কালোবাজারিদের সন্ধান পেয়েছে র‌্যাব। তাদের ওপর সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখায় ইতোমধ্যে পাইকারি বাজারে কিছুটা প্রভাব পড়ছে। যে কারণে গত তিনদিনে ভোজ্যতেলসহ অন্যান্য দ্রব্যের দাম তেমন বাড়েনি। বরং কোথাও কোথাও দাম কমতে শুরু করেছে। শুক্রবার রাজধানীর কাওরান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট মহাখালী উত্তরা, বাদামতলীসহ কয়েকটি পণ্যের আড়তে ঢাকা সিটি কর্পোরেশন ও র‌্যাবসহ আরও একটি সংস্থার ভ্রাম্যমাণ আদালতের অভিযান নজরে আসে। তারা দোকানে দোকানে গিয়ে ক্রেতা ও বিক্রেতার সঙ্গে আলাপ করে পণ্যের দাম ও মান নিয়ে উভয়পক্ষের বক্তব্য নেয়। যদিও তেমন কোন অনিয়ম বা অভিযোগ তেমন পাওয়া যায়নি ক্রেতার কাছ থেকে।

একটি গোয়েন্দা সংস্থা জানিয়েছে, এখন প্রধান কাজ একটাই, বাজার নিয়ন্ত্রণ। সম্প্রতি সয়াবিন তেলের দাম বাড়ার পর আরও সঙ্কট দেখিয়ে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী বেশি দামে বিক্রি করছে। বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হলে সরকারের উচ্চপর্যায় থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি দেখতে বলা হয়। এই নির্দেশনার পরপরই র‌্যাব ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা ইউনিট কালোবাজারি ও কৃত্রিম সঙ্কট তৈরিকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছে। এরই মধ্যে ঢাকা ও চট্টগ্রামসহ অন্যান্য বিভাগীয় ও জেলা শহরের পাইকারি ও খুচরো বাজারে নজরদারি ও অভিযান চালানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *