সমাজের আলো : ভূমিহীনদের উচ্ছেদ করে সাতক্ষীরার দেবহাটায় চলছে গৃহহীন ও ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প ও মুজিব বর্ষের ঘর নির্মাণ। ভূমিহীনদের চাষের ধান মাটিচাপা দিয়ে চলছে এ প্রকল্প বাস্তবায়নে মাটি ভরাটকাজ। একপক্ষের জন্য বিষয়টি মানবিক ও সুখকর হলেও অন্যদিকে দিশেহারা হয়ে পড়েছে সেখানকার ৩০ ভূমিহীন পরিবার।ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বলছেন, বিষয়টি খুব অমানবিক। তৎকালীন ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগসাজশ করে ওই জায়গায় প্রধানমন্ত্রীর এই প্রকল্পটি পাস করিয়েছেন। অথচ অন্য স্থানে হাজার হাজার বিঘা পতিত জমি ছিল, সেখানেই প্রকল্পটি করা যেত।

তবে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলছেন, আইনগত প্রক্রিয়া মেনেই মুজিব বর্ষের ঘর নির্মাণ প্রকল্পের কাজ করা হচ্ছে।
ভূমিহীনদের মধ্যে একজন বালিথা গ্রামের বৃদ্ধ আবুল বিশ্বাসের মেয়ে মনোয়ারা বেগম। স্বামী নেই শারীরিক প্রতিবন্ধী এই নারীর। একটি হাত না থাকায় একসময় ভিক্ষাবৃত্তি করলেও ভূমিহীন জনপদে থেকে এক টুকরো জমিতে ধান চাষ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। তাই ছেড়ে দিয়েছিলেন ভিক্ষাবৃত্তি। তবে এখন তিনি কী করবেন ভেবে পাচ্ছেন না।

মনোয়ারা বেগম বলেন, আমার এখানে ৩০ শতক জমি রয়েছে। ডিসিআর মূলে রয়েছে। এরপর চিরস্থায়ী বন্দোবস্তের জন্য আবেদন করেছি। জমির মধ্যে এক পাশে আমার ঘর, অন্য পাশে ছিল একটু কৃষিজমি। যেখানে ধান চাষ করতাম। আমার লাগানো ধান মাটিচাপা দিয়ে দিয়েছে। স্যারকে এত করে জানালাম স্যার আমার কিছু নেই, আমার জমিটুকু নেবেন না কিন্তু কথা শুনল না। বলল, ওর জায়গা আগে নাও, এই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে ঘটনাটি উল্লেখ করে জেলা প্রশাসকের নিকট দরখাস্ত দিয়েছেন বলে জানান তিনি।১৯৮৯ সালে মরিচ্চাপ নদীর চরভরাটি জমিতে বসবাস শুরু করে ভূমিহীন ৩১ পরিবার। তিনটি দাগের ১০ একর (৩০ বিঘা) জমি নিয়ে বসতি গড়েন তারা। প্রতি পরিবার জমি পায় ৩০ শতক। ভূমিহীনদের আশ্রয় দিতে ১৯৯৫ সালে এই পরিবারগুলোকে ডিসিআর দেন তৎকালীন জেলা প্রশাসক। এরপর থেকেই সেখানে স্থায়ীভাবে বসবাস করছে পরিবারগুলো। ২০১৯ সালে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার পরিকল্পনা করে সরকার।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *