সমাজের আলো : র্যাবের অভিযানে ৪৪ বোতল ফেন্সিডিলসহ দু’ মাদক পাচারকারিকে আটক করা হয়েছে এ সময়
র্যাব এর উপর হামলা চালিয়ে পালানোর সময় ৪৪ বোতল ফেন্সিডিলসহ দু’ মাদক পাচারকারিকে আটক করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরতলীর বাঁকালে এ ঘটনা ঘটে। মাদক পাচারকারিরা অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা করে বলেও অভিযোগ।আটককৃত মাদক পাচারকারিরা হলো, শহরতলীর বাকাল শেখপাড়ার গোলাম মোস্তফা ও সোহেল হোসেন।খুলনা র্যাব-৬ এর উপপরিদর্শক সিয়াম হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যার সময় তার নতেৃত্বে র্যাব সদস্যরা বাকাল শেখপাড়া এলাকায় অভিযান চালায়। এ সমঢ গোলাম মোস্তফা ও সোহেলকে ৪৪ বোতল ফেন্সিডিলসহ আটক করার একপর্যায়ে তারা র্যাব সদস্যদের উপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করে। অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা করে ব্যর্থ হয় তারা।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলায়ার হুসেন জানান, এ ঘটনায় র্যাব-৬ এর উপপরিদর্শক সিয়াম হোসেন বাদি হয়ে গোলাম মোস্তফা ও সোহেল হোসেনের নাম উল্লেখ করে মঙ্গলবার রাতে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন।বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পুলিশ অপর দুই পৃথক অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ সদর উপজেলার কুশখালি গ্রামের আজিজুল ইসলাম ও শাহীন নামের দুই চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধেও থানায় মামলা হয়েছে।

