সমাজের আলো : কক্সবাজারের চকরিয়ায় দশম ও সপ্তম শ্রেণীতে পড়ুয়া দুই শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে ঘুমের ওষুধ খাইয়ে পরপর দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনাটি ঘটে উপকূলীয় বদরখালী ইউনিয়নের।এ ঘটনায় গত বৃহস্পতিবার (২৪ জুন) রাতে থানায় মামলা হয়েছে। তবে ধর্ষক আবু হাসান মো. ইব্রাহিম জুয়েলকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ইতোমধ্যে চাঞ্চল্যকর এই জোড়া শিশু শিক্ষার্থী ধর্ষণের ঘটনার তিনদিন পেরিয়ে গেছে। পুলিশের কাছ থেকে সঠিক তথ্য পেতেও হিমশিম খেতে হয়েছে গণমাধ্যমকর্মীদের।

