সমাজের আলো : সাতক্ষীরা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার এক মাঠ কর্মীর উপর হামলা চালিয়েছেন। ঘটনাটি ঘটেছে ব্যাংকের ভিতরে আজ দুপুর দুইটার দিকে। সাতক্ষীরা উপজেলা সদরের পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ কর্মী আফরিন জানান, ব্যাংকের ম্যানেজার আনারুল ইসলাম গ্রাহকদের নিকট থেকে টাকা নিতে বলেন। তিনি তাতে আপত্তি করেন। এ নিয়ে আজ দূপুরে ব্যাংকের ভিতরে তার হামলা করেছে ম্যানেজার। সাতক্ষীরা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার জানান, ছোট একটি ঘটনা ঘটেছিল। তা মিটে গেছে।

