সমাজের আলো।। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গত ৩ নভেম্বর ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর একটি তালিকা প্রকাশ করে। তালিকা প্রকাশের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহ। তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভের মুখে দলটি বেশ কিছু আসনে বেকায়দায় পড়েছে বলে জানা গেছে। বিশেষ করে বিতর্কিত, বয়সজনিত সমস্যায় ভোগা, অযোগ্য, ‘সংস্কারপন্থি’ কিংবা ‘হাইব্রিড’ হিসেবে পরিচিত কিছু নেতার মনোনয়ন পাওয়া–এমন অভিযোগে তৃণমূলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মনোনয়ন বঞ্চিতদের ক্ষোভ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বিতর্কিত কর্মকাণ্ড এবং বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনাও বিব্রত করছে দলের হাইকমান্ডকে।

দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থী তালিকা ঘোষণার পর দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, সড়ক-রেলপথ অবরোধ, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে। বিএনপির নয়াপল্টন ও গুলশান কার্যালয়সহ চেয়ারপার্সনের গুলশান বাসভবনের সামনেও বিক্ষোভ হয়েছে কয়েক স্থানে। বহু বিদ্রোহী নেতা তারেক রহমানের নির্দেশনা উপেক্ষা করে ইতোমধ্যে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *