সমাজের আলো : চাকুরি দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে উল্টো মিথ্যা মামলায় জেল হাজত খাটানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, আশাশুনি উপজেলার কুন্দুড়িয়া গ্রামের শুভ্র মন্ডলের স্ত্রী অর্পণা মন্ডল।
লিখিত অভিযোগে তিনি বলেন, আমার ভাইজী রেখারানী মন্ডলের স্বামী শরৎ মন্ডল এর বাড়ি দেবহাটা উপজেলার কামকাটিতে। কিন্তু তারা সাতক্ষীরা শহরে বসবাস করে। আমার একমাত্র কন্যা সুম্মিতা মন্ডল তখন সাতক্ষীরায় লেখাপড়া করত। সে সময় রেখারাণী তাকে তাদের বাড়িতে নিয়ে রাখে। পড়াশোনার পাশাপাশি সাংসারিক কাজ করে দিত মেয়ে সুম্মিতা। এসময় আমার মেয়ের প্রতি কুনজর পড়ে ভাইজী জামায় শরৎ এর। সে সময় কৌশলে আমার মেয়ের সাথে কিছু আপত্তিকর ছবি তুলে রাখে শরৎ। এরপর থেকে ওই ছবি দেখিয়ে ব্লাকমেইল করে আমার মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেস্টা করে। আমার মেয়ে বিষয়টি বুঝতে পেরে বাড়িতে চলে আসলেও সে সময় আমাদের কিছুই জানাইনি। এদিকে আমার একমাত্র পুত্র বাপন মন্ডলকে বিমান বন্দরে চাকুরি পাইয়ে দেওয়ার নাম করে ৩লক্ষ টাকা দাবি করে। শরৎ মন্ডল ভাইজী জামাতা হওয়ার সরল বিশ^াসে আমি গণেশ চন্দ্র গাইনের কাছে জমি বিক্রয় করে ১লক্ষ ৬০ হাজার টাকা শরৎ মন্ডলের প্রদান করি এবং বাকী টাকা নিয়োগের পরে দেওয়ার প্রতিশ্রুতি দেই। অগ্রণী ব্যাংকে আমার ছেলের বেতন আসবে বলে অগ্রণী ব্যাংক সাতক্ষীরা শাখায় আমার স্বামীর নামে একটি একাউন্ট খোলায়। ইতোমধ্যে আমার স্বামী হার্টঅ্যাটাক করলে সুচতুর শরৎ সাতক্ষীরা মেডিকেল থেকে একটি সাদা চেকে আমার স্বামী কাছ থেকে একটি স্বাক্ষর করিয়ে নেয়। শরৎ যখন তার স্বার্থ চারিতার্থ করতে পারেনি তখন তার কাছে থাকা আপত্তিকর ছবি প্রকাশ করে আমার মেয়ের সংসার ভেঙে দেওয়ার হুমকি দিতে থাকে। অন্যদিকে চাকুরি দেওয়ার নাম করে টাকা নিলেও চাকুরি দিতে পারেনি এবং ওই টাকাও ফেরত না দিয়ে তালবাহানা করতে থাকে। আমি টাকা চাইতে গেলে হুমকি প্রদর্শন করে বলে বেশিবাড়াবাড়ি করলে তোমার মেয়ের সংসার ভেঙে দেবো। এরপর তার কাছে থাকা আমার স্বামীর স্বাক্ষরিত ওই সাদা চেকে ১০ লক্ষ টাকা বসিয়ে চেকটি ডিজঅনার করিয়ে আদালতে চেক জালিয়াতির মামলা দায়ের করে। ওই মিথ্যা মামলায় বর্তমানে আমার স্বামী জেল হাজতে রয়েছেন। আমরা অত্যান্ত অসহায় প্রকৃতির মানুষ। ওই মিথ্যা মামলায় স্বামী জেলে থাকায় বর্তমানে আমরা মানবেতর জীবন যাপন করছি। অন্যদিকে আমার মেয়ের সংসারেও এখন অশান্তির আগুন জ¦লছে। আমি এখন দিশেহারা হয়ে পড়েছি। স্বামী শরৎ মন্ডল এর দায়েরকৃত মিথ্যা মামলা থেকে স্বামীর অব্যাহতি পূর্বক মুক্তি এবং যাতে আমার মেয়ে শান্তিতে সংসার করতে পারে তার ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *