সমাজের আলো : বগুড়ার গাবতলী উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবদুল আলীমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গ করে সরকারি প্রকল্পের দুই কোটি ৩০ লাখ ৬৯ হাজার ৭৯৩ টাকা ৬০ পয়সা আত্মসাতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ জুন) বগুড়ার দুদক কার্যালয়ের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান দণ্ডবিধির ৪০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলাটি করেন। মামলার বাদী নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, গাবতলী উপজেলার সাবেক পিআইও আবদুল আলীম বর্তমানে একই পদে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় কর্মরত আছেন। তিনি কুড়িগ্রাম সদরের মুক্তারাম গ্রামের আনিসুর রহমানের ছেলে। বগুড়ার গাবতলী উপজেলায় থাকাকালে গত ২০১৮ সালের ২৬ থেকে ৩০ জুনের মধ্যে মাত্র চার দিনে ওই বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করেন।

জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে ২০১৮ সালের ৩১ মে গাবতলী উপজেলায় টিআর ও কাবিখা-২-এর ২৮০টি প্রকল্প বাস্তবায়নে ৭৮ হাজার ২০২ টাকা ৬৯ পয়সা হারে মোট দুই কোটি ১৮ লাখ ৯৬ হাজার ৭৫৩ টাকা ২০ পয়সা এবং একই দিনে ২০০ প্রকল্প বাস্তবায়নে ৭৮ হাজার ২০২ টাকা ৬৯ পয়সা হারে মোট এক কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৫৩৮ টাকা বগুড়ার জেলা প্রশাসক বরাবর বরাদ্দ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর। ওই অর্থবছরে প্রকল্পগুলোর কাজ হয়েছে কি-না তা জানার জন্য গাবতলী উপজেলার ১১ ইউনিয়ন ও গাবতলী পৌরসভার মেয়রকে চিঠি দেওয়া হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *