সমাজের আলো: মুন্সিগঞ্জে চুরির মামলায় গ্রেফতার হয়েছেন গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ রুবেল (৩১)। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে চোরাই মালামাল। ঢাকার আশুলিয়া থানাষয় দায়ের করা মামলায় বুধবার (১৯ আগস্ট) গজারিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। আশুলিয়া থানার এসআই মোঃ আসওয়াদ জানান, আশুলিয়া থানার জামগড়া এলাকার অবস্থিত এনআর গার্মেন্টস কোম্পানির শিপমেন্টের মালামাল একটি কাভার্ড ভ্যানে করে চট্টগ্রাম বন্দরে নেওয়ার পথে গত ১৪ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশ থেকে চুরি হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর সংশ্লিষ্টতার অভিযোগে কাভার্ড ভ্যানের চালক ও হেল্পারকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার গজারিয়া থেকে গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ রুবেলকে আটক আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *