সমাজের আলো :-আমার বাড়িতে এবার দিয়ে মোট ৩বার চুরি হয়েছে। ২বার চেতনা নাশক স্প্রে দিয়ে বাড়ির সবাই কে অজ্ঞান করে বাড়ির সবকিছু লুট করে নিয়ে যায়। গত ১২জুন রাতে শেষ বার আমার বাড়িতে চেতনা নাশক স্প্রে দিয়ে বাড়ির সবাই কে অজ্ঞান করে আবারও নগদ ১লাখ ৬৩ হাজার টাকা, একজোড়া স্বর্ণের কানের দুল,কিছু রুপার গহনাসহ বিভিন্ন জিনিস পত্র লুটপাট করে নিয়ে যায়। আমি ২দিন অজ্ঞান ছিলাম। বাড়িতে পুলিশ এসে তদন্ত করে যায়।আমি সুস্থ হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা করতে গেলে পুলিশ আমার কাছ থেকে একটি লিখিত অভিযোগ নেয়। অভিযোগ নেওয়ার ১৯দিন পর থানায় একাধিকবার যোগাযোগ করার পরে গত ৪ জুলাই বৃহস্পতিবার রাতে সদর থানার এস আই জ্যোতির্ময় আমার বাড়িতে আসে। আমি দারোগার সাথে সন্দিগ্ধ এক ব্যাক্তির নাম বলায় দারোগা আমাকে ঝাড়ি দেয়। আমাকে উল্টো শাসিয়ে যায়।দূর্বৃত্তরা আমার বাড়ির সবকিছু নিয়ে আমাকে রাস্তায় বসিয়ে দিয়েছে। আমি দিনমজুরি দিয়ে সারাজীবনের গচ্ছিত সবকিছু নিয়ে গেছে। বারবার আমার বাড়িতে চেতনা নাশক স্প্রে দিয়ে চুরি করে নিয়ে যাচ্ছে। আমার এক প্রতিবেশী এঘটনায় জড়িত থাকতে পারে। কিন্তু পুলিশ আমার কথায় কর্নপাত না করে ওই সন্দিগ্ধ ব্যক্তির পক্ষ নিয়ে আমাকে হেনস্তা করছে,পুলিশের ভূমিকা নিয়ে আমি হতাশ।সবকিছু হারিয়ে আজ আমি নিঃস্ব হয়ে গেছি। গত ৫ জুলাই বিকালে বিডিএফ প্রেসক্লাবে এসে কান্না বিজড়িত কন্ঠে এভাবেই সাংবাদিকদের নিকট বর্ননা করছিলেন সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বালিথা গ্রামের ঘোষ পাড়ার মৃত সতীশ দাসের পুত্র কাঞ্চন দাস(৬৬)।এসময় তিনি সাতক্ষীরার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।
ঘটনার বিবরণে প্রকাশ, বালিথার কাঞ্চন দাসের বাড়ি থেকে গত ১৩ জুন গভীর রাতে কে বা কারা চেতনা নাশক স্প্রে দিয়ে বাড়ির সবাই কে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।থানায় মামলা করতে গেলে পুলিশ অভিযোগ নেয়। অভিযোগ দেওয়ার ১৯দিন পর ফিংড়ী ইউনিয়নের বিট অফিসার এস আই জ্যোতির্ময় ভিকটিমের বাড়িতে এসে কোন রকম তদন্ত না করে উল্টো তাকে শাসিয়ে যাওয়ায় তিনি বিপাকে পড়েছেন।বিষয়টি জানতে চাইলে ফিংড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান জানান -আমি ঘটনার দিন ঘটনা স্থলে গিয়ে আমাদের ক্যাম্প ইনচার্জ এস আই ইসমাইল ভাইকে বলেছিলাম মামলা নেওয়ার জন্য। কিন্তু বিট অফিসার জ্যোতির্ময় কেন মামলা নেননি তা জানি না। চেতনা নাশক স্প্রে দিয়ে বাড়ির সবাই কে অজ্ঞান করে লুট করার ঘটনাটি সত্য।থানায় মামলা না নেওয়াটা দুঃখ জনক। স্থানীয় ইউপি সদস্য ও গণমাধ্যম কর্মী আরশাদ আলী জানান- কাঞ্চন দাসের বাড়িতে চেতনা নাশক স্প্রে দিয়ে বাড়ির সবাই কে অজ্ঞান করে লুট করার ঘটনাটি সত্য হওয়া স্বর্তেও অদৃশ্য কারণে মামলা হয়নি।
এ ব্যাপারে এস আই জ্যোতির্ময় মুঠোফোনে জানান- কাঞ্চন দাসের বাড়িতে চেতনা নাশক স্প্রে দিয়ে বাড়ির সবাই কে অজ্ঞান করে লুট করার ঘটনা সত্য। আমি ঘটনার দিন সকালে ঘটনা স্থলে গিয়েছিলাম। কিন্তু এসব ঘটনায় সাধারণত কেউ বাদী হয়ে মামলা করতে চায় না। কাঞ্চন দাস যার সন্দেহ করছে সে একটা ভালো ছেলে তারপরও আমি চৌকিদার দিয়ে তাকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করবো। তারপর দেখি কোন ক্লু উদ্ধার করা যায় কিনা। ভিকটিম মামলা করতে চাইলেও থানায় কেন মামলা হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- মামলা করতে হলে ওসি সাহেবের সাথে আপনারা কথা বলে দেখেন।
বিষয়টি জানতে সদর থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলামের মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
