শহিদ জয়, যশোর : যশোরের চৌগাছায় একটি সড়কে ধান লাগিয়ে প্রতিবাদ করেছে, গ্রামবাসী। চার বছর আগেও তারা একই দাবিতে ধান লাগিয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ জুলাই রাতের কোনও এক সময় উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের নগরবর্ণি (বৃত্তিপাড়া) থেকে নগরবর্ণি (গুপীনাথপুর) সড়কের গুপীনাথপুর প্রবেশের মুখে সড়কের প্রায় ত্রিশ ফুট দৈর্ঘ্যে ধান রোপনের এ ঘটনা ঘটে। গ্রামটি
নগরবর্ণি বাজার থেকে প্রায় ৫শ’ মিটার বর্ণি গ্রামের দিকে গিয়ে বৃত্তিপাড়া থেকে কিছুটা ফ্লাট সোলিং, এরপর থেকে কাঁচা।
স্থানীয়রা জানান, সড়কের উপরে চার থেকে
পাঁচটি খণ্ডে খণ্ডে ধান লাগানো।
স্থানীয় লোকজন সাংবাদিকদের জানিয়েছেন, গত নির্বাচনের সময় চেয়ারম্যান তোতা মিয়া বলে গিয়েছিলেন এবার রাস্তা করে দেবেন। কিন্তু নির্বাচনের পর আর এই গ্রামেই আসেননি।
হাজী আব্দুল বারিক নামে এক গ্রামবাসী বলেন, চার বছর আগেও স্কুলের ছেলেরা রাস্তায় ধান লাগিয়ে দেয়। তখন চেয়ারম্যান, মেম্বাররা এসে বলেছিল, রাস্তা সোলিং হলেও করে দেব। গত রাতে গ্রামের ছেলেরা আবার রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছে।
গ্রামের বাসিন্দা আক্তারুজ্জামান বলেন, এই
রাস্তা দিয়ে দুর্গাপুর, পুড়াদাহ, রাজাপুর, উসনিপাড়া, মান্দারতলা,
রামকৃষ্ণপুরের লোকজন পুড়াপাড়া ও চৌগাছা শহরে যাতায়াত করেন। আমাদের
গ্রামটি মাঝখানের গ্রাম অথচ এই রাস্তাটিই হচ্ছে না। তোতা মিয়া প্রায় দশ বছর ধরে চেয়ারম্যান আছেন। তিনি প্রথম বার নির্বাচনের
সময়ে আমাদের বলেছিলেন এই রাস্তাটি করে দেবেন। এই দশ বছরে তিনি তা করে দেন
নি। তিনি দুর্গাপুরের দিক থেকে কিছু রাস্তা সোলিং করেছেন। তাছাড়া এই রাস্তায় কোনও কালভার্ট নেই। সামান্য বৃষ্টি হলেই বাড়িঘর জলাবদ্ধ হয়ে পড়ে। একাধিকবার মেম্বার ও চেয়ারম্যানের কাছে গিয়েছি। কিন্তু
তারা এ বিষয়ে কোনও ব্যবস্থা নেননি।
স্থানীয় ইউপি মেম্বার আব্দুল আজিজ, বলেন ইউএনও স্যার আমাকে এখানে পাঠিয়েছেন। বিষয়টি দেখে তাকে রিপোর্ট করার জন্য। চার বছর আগে গ্রামবাসীর ধান লাগানোর সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, আমরা ওই পাশ থেকে রাস্তা আনছি। তিন কিলোমিটার রাস্তার মধ্যে প্রায়
অর্ধেক রাস্তা হয়েছে। পর্যায়ক্রমে সম্পূর্ণ রাস্তা করা হবে।
জনতে চাইলে চৌগাছা উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন জানান, বিষয়টি তার জানা নেই। রাস্তাটির আইডি হয়েছে কি না সে বিষয়ে তিনি বলেন, এটিও আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *