সমাজের আলো : হোমনা উপজেলায় সন্তানকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার নিলখী ইউনিয়নের ইটাভরা গ্রামে এ দুর্ঘটনা ঘটেমৃতরা হলেন- ইটাভরা গ্রামের সুমন মিয়ার স্ত্রী শাহিদা আক্তার (২৬) ও ছেলে মো. সৌরভ (৪)। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ইটাভরা গ্রামের সাহিদা আক্তার তার চার বছরের ছেলেকে নিয়ে বাড়ির পাশের একটি ডোবায় গোসল করতে যায়। এ সময় মায়ের অগোচরে তার ছেলে সৌরভ পানিতে পড়ে ডুবে যায়। পরে ছেলেকে উদ্ধার করতে গিয়ে কাপড় পেছিয়ে পানিতে ডুবে মায়েরও মৃত্যু হয়।

 
			 By সজীব মন্ডল, সহ-সম্পাদক
   By সজীব মন্ডল, সহ-সম্পাদক