নিজস্ব প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১১টায় শহরের খান মার্কেটস্থ কার্যালয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা সভাপতি গৌর চন্দ্র দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম। জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি বলাই দে, জয়দেব কুমার দে, মিলন কুমার দত্ত, রায় দুলাল চন্দ্র, সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু, সহ-সাধারণ সম্পাদক রবীন কুমার মল্লিক, সাংগঠনিক সম্পাদক ভৈরব কর্মকার, কোষাধ্যক্ষ সুমন সরকার, দপ্তর সম্পাদক আশিষ মৈত্র, প্রচার সম্পাদক অচিন্ত কুমার দে, সদস্য ভবানন্দ দে, রঞ্জন কুমার মজুমদার, উত্তম কুমার দত্ত, নিমাই চন্দ্র কর্মকার, নাজমুল হুদা ও স্বর্ণ শ্রমিক সমিতির সভাপতি শ্রীদাম দে প্রমুখ। ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের কর্মসূচির মধ্যে ছিল : সূর্য উদয় ক্ষণে কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, সংগঠনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, দুপুরে গণভোজ ও আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিশন মসজিদের ইমাম হাফেজ ইব্রাহীম খলিল। এসময় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ, সদস্য ও স্বর্ণ শ্রমিক সমিতির নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *