সমাজের আলো : জাল সার্টিফিকেটে ৩০ বছর চাকরি করার অভিযোগ উঠেছে সাতক্ষীরা এলজিইডি অফিসের হিসাবরক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে। রয়েছে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও। ইতোপূর্বে বাগেরহাটে কর্মরত থাকা অবস্থান সার্টিফিকেট জালিয়াতি এবং অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে দুদক বরাবর এনায়েত হোসেন নামক এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন। যে কারণে বাগেরহাটা থেকে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। এছাড়া এলজিইডির ইঞ্জিনিয়ার পদে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাথের অভিযোগে গত ২০১৯ সালের ২২ জুন খুলনার কেএমপিতে অভিযোগ দায়ের করেন খুলনার পূবা বানিয়া খামার, ২০ নং কমিশনার গলি এলাকার জহির উদ্দীনের পুত্র আসাদুজ্জামান রহমান। এ বিষয়ে তদন্তপূর্বক ওই মিজানুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি

