ফরহাদ আহমেদ,জীবননগর(চুয়াডাঙ্গা) ঃ চুয়াডাঙ্গার জীবননগর থানার চৌকস পুলিশ অফিসার ভবতোষ রায় ও ইমামুল হকের
মাদক বিরোধী সাড়াসি অভিযানে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনকে ফেনসিডিলসহ
গ্রেফতার করেছেন। এ সময় অপর দু’মাদক ব্যবসায়ী সটকে পড়ে। জীবননগর শহরের
সাত্তার মিল তেল মিল সংলগ্ন স্থানে লেডিস কর্ণার গার্মেন্টস নাম দোকান
থেকে রোববার বিকালে গ্রেফতার ও ফেনসিডিল উদ্ধার হয়। এ ঘটনায় থানায় মাদক
আইনে একটি মামলা হয়েছে।
জীবননগর থানা পুলিশ সুত্র জানায়,জীবননগর থানার চৌকস পুলিশ অফিসার
সাব-ইন্সপেক্টর ভবতোষ রায় ও উপ-সহকারী পুলিশ পরিদর্শক ইমামুল হকের
নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ রোববার বিকালে জীবননগর পৌর শহরে মাদক ও বিশেষ
অভিযান পরিচালিত হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন শহরের
সাত্তার মিয়ার তেল মিল সংলগ্ন মার্কেটের লেডিস কর্ণার গার্মেন্টস নামক
দোকানে ফেনসিডিল মজুদ করে তা কৌশলে মাদকাসক্ত নিকট বিক্রি করে আসছে। এ
সংবাদের সত্যতা নিশ্চিত হয়ে ওই দোকানে বিকাল সাড়ে ৫ টার দিকে অভিযান
পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন(৩৫)
গ্রেফতার করেন। এ সময় তার দেখানোমতে দোকানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৫
বোতল ফেনসিডিল উদ্ধার করেন। অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ীর
দু’সহযোগী সাহেব আলী ও হারুন কৌশলে দ্রæত সটকে পড়ে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন,জেলা পুলিশ সুপার
জাহিদুল ইসলামের নির্দেশে জীবননগরকে মাদক মুক্ত করতে মাদক বিরোধী অভিযান
অব্যাহত আছে। মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিরুদ্ধে আমাদের সাঁড়াসি
অভিযান শুরু হয়েছে। মাদকের ব্যাপারে নো কম্প্রোমাইজ। গ্রেফতারকৃত
জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। জীবননগরকে মাদক
মুক্ত করতে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *