ফরহাদ আহমেদ,জীবননগর:-চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামে এক হতদরিদ্র পরিবারের সন্তান অষ্টম শ্রেনীর স্কুল ছাত্রী তার বাবা-মায়ের নিকট জামা-কাপড়সহ নানা আবদার করে তা রক্ষা না হওয়ায় বাবা-মায়ের প্রতি অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে নিজ বাড়ীতে সংঘটিত হয়েছে। নিহত স্কুল ছাত্রী উপজেলার গয়েশপুর মাঠপাড়ার আনোয়ার হোসেনের মেয়ে।
নিহত স্কুল ছাত্রী চামেলি খাতুনের(১৪) চাচা সানোয়ার হোসেন বলেন,আমার ভাই আনোয়ার হোসেন একজন দিনমজুর শ্রেনীর মানুষ। অন্যদিকে আমার উক্ত ভাই সম্প্রতি দায়-দেনায় জর্জরিত হয়ে পড়েছে। এ অবস্থায় তার মেয়ে চামেলি খাতুন বিভিন্ন সময় নিজের জামা কাপড়সহ নানান বায়না করে আসছিল। যেগুলো তার বাবা-মায়ের দ্বারা তাৎক্ষণিক ভাবে রক্ষা করা সম্ভব হচ্ছিল না। এ নিয়ে বাবা-মায়ের সাথে মেয়ে চামেলি মান অভিমান চলছি। এ অবস্থায় সোমবার(১ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে তাদের বাড়ীতে কেউ না থাকার সুযোগে চামেলি খাতুন নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে তার লাশ উদ্ধার করা হয়।জীবননগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) স্বপন কুমার দাস বলেন,ঘটনার ব্যাপারে পরিবারের কোন আপত্তি না থাকায় বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

