সমাজের আলো : সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে সদরের ১নং বাঁশদহা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মো. মফিজুর রহমান।

সোমবার (১৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন বাঁশদহা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার-গ্রাম হবে শহর। সে লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী আমি দেশের উন্নয়নে ও আমার নির্বাচনী এলাকা বাঁশদহা ইউনিয়নের উন্নয়ন এবং সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যেতে চাই। আমি যেন নির্বাচিত না হতে পারি সে লক্ষ্যে একটি স্বার্থান্বেষী মহল অনেক অপপ্রচার চালিয়েছিল। সকল অপপ্রচার ও ষড়যন্ত্র থেকে মুক্তি দিয়ে মহান আল্লাহ আমাকে নির্বাচিত করেছেন এবং জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোের্টের পাবলিক প্রসিকিউটর (পি.পি) এড. আব্দুল লতিফ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *