ইয়ারব হোসেন: পুলিশের এক কর্মকর্তাসহ ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার বেলা ১২ টার ৩ জন ও রাত সাড়ে আটটার দিকে আরো ৩ জন করোনা পজিটিভ এ তথ্য নিশ্চিত করেছেন তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিস। এ নিয়ে জেলায় একদিনে ৬ জন আক্রান্ত হলেন।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, জেলায় শুক্রবার ৩ জন করোনা পজিটিভ সনাক্ত হয়। আক্রান্তরা হলেন সদর উপজেলার মথেরেশপুর গ্রামের এস কে ফরিদ।তিনি পুলিশের সাব ইন্সপেক্টর। বর্তমানে যুব উন্নয়নের হোমকোরায়ান্টে আছেন।অপর আক্রান্তরা হলেন সদর উপজেলার দেবনগর গ্রামের সাগর ( ১৯} ও তালা উপজেলার নগরঘাটা গ্রামের রুমা খাতুন । রাত সাড়ে আটটার দিকে ডাক্তার জয়ন্ত সরকার জানান রাতে আরো ৩ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। রাতে এ রিপোর্ট সিভিল সার্জন অফিস পৌছেছেন।

রাতে আক্রান্ত রোগীরা হলেন কলারোয়া উপজেলার খোরদো গ্রামের সত্যাপদ পাল (৪০}, তালা উপজেলার ঘোনা গ্রামের আজিজুর রহমান (৩৪} ও সাতক্ষীরা শহরের মূনজিত এলাকার আনারুল ইসলাম (৫৫}।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *