সমাজের আলো: ভুমি অফিস থেকে সোজা ঘটনাস্থলটি দেখা যায়। জোরে হাটলে ৪ মিনিটের পথ। করোনার সুযোগ নিয়ে পাঁকা ঘর নির্মাণ করা হচেছ। সকলের চোখে পড়েছে।চোখে পড়ছে না ভুমি অফিসের। চোখে না পড়ার কারন এখনও অজনা রয়েছে।টিন দিয়ে ঘেরাবেড়া দিয়ে ভিতরে ইটের গাথনি চলছে ।মিস্ত্রি কাজ করছে জোরেসোরে। ঝাউডাঙ্গা বাজারের সরাসরি খাস জমি রক্ষার জন্য এগিয়ে আসবেন কি ।
ঝাউডাঙ্গা বাজারের খাস উদ্ধারের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করা হচেছ।
